1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
খুলনায় ট্রলীর চাপায় অধ‍্যক্ষ নিহত, চালক আটক, - দৈনিক মানবাধিকার সংবাদ
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:৩১|

খুলনায় ট্রলীর চাপায় অধ‍্যক্ষ নিহত, চালক আটক,

নিজস্ব প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, অক্টোবর ২, ২০২২,
  • 384 Time View

খুলনার রূপসায় দ্রুতগামী ইট বহনকারী ট্রলীর চাপায় কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম(৪৫)নিহত হয়েছে। সে রুপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের চাদপুর কলেজের অধ‍্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। নিহত রফিকুল সাতক্ষীরা জেলার তালা থানার মোড়াকুলিয়া গ্রামের মৃত আলী আহম্মদ সরদার এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, রবিবার ২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার সময় রূপসা উপজেলার শিক্ষা অফিস থেকে খুলনা -ল-১১ -৯৮৯০ নম্বরের মোটরসাইকেল যোগে খুলনা শহরে যাবার পথে ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর তেমাথা এলাকায় বিপরিত দিক থেকে আসা ট্রলীর সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে অধ‍্যক্ষ রফিকুল ইসলাম মারা যায়।পুলিশ ট্রলী ও চালক ইয়াদুল মল্লিক (২০)কে গ্রেফতার করেছে। চালক ইয়াদুল শ্রীফলতলা ইউনিয়নের মৈশাগুনি গ্রামের আজগর মল্লিকের ছেলে।এঘটনায় জেলা, উপজেলা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‍্যে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া এলাকাবাসী ট্রলী বন্ধের দাবী জানিয়েছেন।

নিহতের শশুর জানায়, রফিকুল ২০০৪ সাল থেকে কলেজে যোগদান করেন। পরবর্তীতে ইছামতি এলাকার মনজিলা রিমিকে বিবাহ করে এখানে বসবাস করেন। তার স্ত্রী ও ২টা মেয়ে রয়েছে। সে শিক্ষকতার কারণে তেরখাদা থানার হাড়িখালী এলাকার ইছামতি গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে মনজিলাকে বিবাহ করে শশুর বাড়িতে বসবাস করেন।

এঘটনায় নিহতোর স্ত্রী বাদী হয়ে রূপসা থানায় একটি মামলা দায়ের করেছেন। রুপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, রবিবার দুপুর আলাইপুর এলাকায় ট্রলীর চাপায় কলেজের অধ‍্যক্ষ নিহত হয়েছেন। ঘটনার পর ট্রলী চালক ও ট্রলী আটক করা হয়েছে। নিহতের মাথায় গুরুত্ব আঘাত ও দুই পায়ের হাড় ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়ে রক্তক্ষরনের ফলে তার মৃত‍্যু হয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page