খুলনায় আলোচিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পিবিআই পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাঃ দিলরুবা সুলতানা বুধবার (০৮ জুন) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মাসুদ আদালতে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতের সূত্র জানায়, আসামি মাসুদ ২৬ মে উচ্চ আদালত থেকেএ মামলায় ১৪ দিনের অন্তবর্তী জামিন লাভ করে। আজ উচ্চ আদালতের জামিনের মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন প্রার্থনা করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।উল্লেখ্য, গত ১৫ মে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। সেদিন দুপুরেই সেই কলেজ পড়ুয়া ভিকটিমকে সাথে নিয়ে নগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে পুলিশ।
আমার সোনার বাংলাদেশের সোনার পুলিশ।কাম রেখে কামে আসক্ত হয়ে পড়ে ।