অবৈধ ভাবে গ্যাস লাইন স্হাপন করে জনগণের
কনিকা গ্রুপকে উপজেলা পরিষদে তলব
হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের পাশে কৃষি জমি সুরক্ষা আইন লঙ্ঘন করে গড়ে উঠা কনিকা গ্রুপ অব কোম্পানির বিরুদ্ধে অবৈধ ভাবে গ্যাস লাইন স্হাপন করে এলাকাবাসীর বাড়িঘর, দোকানপাট,রাস্তঘাট এবং ফসলের ক্ষয়ক্ষতির অভিযোগে প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান উপজেলা পরিষদে ডেকেছেন। উপজেলা চেয়ারম্যান এর ডাকে সাড়া দিয়ে ৯ জুন কনিকা গ্রুপের ডিজিএম এডমিন এ,এইচ,এম আলমগীর মৃধা ও ফিল্ড ম্যানেজার আরিফুল ইসলাম উপস্থিত হয়ে কনিকা গ্রুপ এর পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
তারা জানান সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিয়ে জালালাবাদ গ্যাস কোম্পানি গ্যাস লাইন স্হাপন করচেছ। উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জানান কনিকা গ্রুপ বা জালালাবাদ গ্যাস কোম্পানি মিরপুর থেকে ডুবাঐ বাজারে পর্যন্ত এ লাইন স্হাপন কার মৌসুমী ফসল, কৃষি জমি বিনষ্ট করে এবং বাজারের দোকানপাট ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর মাঝে কনিকা কোম্পানি বিরুদ্ধে চরম অসন্তোষ বিরাজ করে। আমি বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অবৈধ গ্যাস লাইন স্হাপনের কাজ বন্ধ রাখার দাবি করি। এ প্রেক্ষিতে সভায় কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গ্যাস লাইন স্হাপনের বিষয়ে জানতে কনিকা গ্রুপকে আমার অফিসে আসার আহবান জানাই। তারা এসে কাগজপত্র জমা দিয়ে গেছেন। আমি তা খতিয়ে দেখবো। মহান সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আইনে উপজেলা প্রশাসনের কার্যাবলী, আইন শৃঙ্খলা, জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখার বিধান আমার আছে। আমি জনসাধারণের স্বার্থ সংরক্ষণে পিছপা হবো না। জনগণ আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।