আগামী ৩১’শে জানুয়ারী আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ১১’ই জানুয়ারি মঙ্গলবার সন্ধায় বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শত শত সমর্থকরা নৌকা মার্কার জয়ের ধ্বনিতে একটি বিশাল মিছিল নিয়ে বালুয়াহাট বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এরপর মিছিল শেষে চারমাথা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী বালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন প্রমুখ।
এসময় নৌকার বিজয়ের লক্ষে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়। সেইসাথে আসন্ন নির্বাচন সুশৃঙ্খলভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করে দিক নির্দশনামুলক বক্তব্য প্রদান করেন দলীয় নেতাকর্মীরা।