গতকাল রাত থেকে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কুলগাম জেলার চেয়ান দেবরস গ্রামে ভারতের নিরাপত্তারক্ষীদের সাথে পাকিস্তানপন্থী লস্কর ই তৈয়বা গোষ্টির কমান্ডার মহম্মদ হায়দার ভারতের সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। গতকাল গভীর রাতে ভারতের সেনাবাহিনীর সদস্যরা কাশ্মীরের কুলগাম জেলার চেয়ান দেবরস গ্রামে জঙ্গিদের খবর পেয়ে বড়সড় অভিযান শুরু করে।
এই এলাকায় ভারতের সেনাবাহিনীর জওয়ানরা যখন জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে তখন সেনাবাহিনীর সদস্যদের উপস্তিত বুঝতে পেরে তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং পাল্টা আক্রমণে পাকিস্তানি লস্কর কমান্ডার মহম্মদ হায়দার সেনাবাহিনীর গুলিতে নিহত হন। সেই সাথে আরেক পাকিস্তানের লস্কর জঙ্গি নিহত হন। পাকিস্তানের এই কট্টর লস্কর জঙ্গি কমান্ডার মহম্মদ হায়দার বহুবার সেনাবাহিনীর এবং পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। আজ কিন্তু তার সব প্রয়াস ব্যর্থ হয়। ভারতের সেনাবাহিনীর সদস্য এবং জম্মু ও কাশ্মীরের পুলিশের যৌথ অভিযানে গুলি বিনিময়ে তিনি নিহত হয়। এই লস্কর জঙ্গি হায়দার কে ধরার জন্য সবধরণের চেষ্টা করা হয়। কিন্তু প্রতিবারই সেনাবাহিনীর সদস্যদের ফাকি দিয়ে পালিয়ে যেত। চলতি বছরে ভারতের সেনাবাহিনীর সদস্যদের অভিযানে মোট পাকিস্তানের ১৭,জন, জঙ্গি নিহত হন এবং ৬৫,জন, সন্রাসবাদী জঙ্গি নিহত হন। ভারতের সেনাবাহিনীর সদস্যরা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ মোট ৪৩,টি, সন্রাসবাদী জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে। এর মধ্যে কুশপয়া, বারমুলা, বৌচারী, শাম্বা সেক্টর, এবং অনন্তনাগ সহ বিভিন্ন যায়গায়। এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় জঙ্গি ও সেনাবাহিনীর গুলি বিনিময়ে ভারতের সেনাবাহিনীর সদস্যদের মৃত্যু ঘটে এবং সাধারণ মানুষের উপর মাঝে মাঝে জঙ্গিরা হামলা চালায়।।