বহু দিনের মতবিরোধ ভুলে আজ পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়ের ডাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে দেখা করলেন।
দুজনের মধ্যে প্রায় দীর্ঘ ক্ষণ কথাবার্তা চলে। পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা বলেন এবং পশ্চিম বাংলার অর্থনৈতিক বিল পাস করেন তার ব্যাখ্যা দেন। এদিন বিকাল ৪.৫০,মিনিট, নাগাদ রাজভবনে প্রবেশ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাদের মধ্যে আগামী দিনে পশ্চিম বাংলার বঙ্গ উৎসব পালন করা নিয়ে কথা হয়। পশ্চিম বাংলার আইন ও শৃঙ্খলা নিশ্চিত করতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেন রাজ্যপাল জগদীশ ধনকড়। বৈঠক শেষে রাজভবন থেকে বের হয়ে আসেন। এই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী র বৈঠক বসলেন বহুদিন বাদে যা নিয়ে চর্চা শুরু হয়ে পশ্চিম বাংলার রাজ্য রাজনীতিতে।।