ভারতের জল সীমান্ত অতিক্রম করে এম ভি সিপিঙ ট্রলার কে বেআইনি ভাবে হুগলি নদীর তীরে আসার দরুন আটক করে স্হানীয় ধীবরের দল।
পরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন জেলা পুলিশের কাছে তাদের কে তুলে দেওয়া হয়। স্হানীয় ধীবররা জানিয়েছেন যে বাংলাদেশের এম ভি সীপিঙ জাহাজ টি বেআইনি ভাবে ভারতের জল সীমানায় প্রবেশ করে ভারতের ধীবরদের প্রায় ৬৫,হাজার, টাকার বেশি দামের মাছ ধরার জাল কেটে নস্ট করে দেয়। ছুটে আসে আশেপাশের স্হানীয় ধীবররা। তারা বাংলাদেশের এই ট্রলার টিকে ঘিরে ফেলে। এবং খবর দেওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন জেলা পুলিশের কাছে। সাথে সাথে স্হানীয় সাগর কোস্টাল থানার পুলিশ গিয়ে হুগলি নদীর মোহনায় হাডুডু পয়েন্ট থেকে এম ভি সীপিঙ জাহাজ কে আটক করে। খবর দেওয়া হয়েছে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার কে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রায় কে এবং বাংলাদেশের বিদেশ সচিব কে। আজ তাদের কে ডায়মন্ডহারবার জেলা পুলিশের দায়রা আদালতে তোলা হবে। এবং বাংলাদেশের ধীবরদের কে জেলহাজতে রাখা হবে।।