নওগাঁর আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। সোমবার (০৪ এপ্রিল) দিবাগত রাত্রে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার পারগুড়নই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রিন্টু হোসেন, বিপ্রোবোয়ালিয়া গ্ৰামের মৃত আহম্মেদ আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম, একই গ্ৰামের মৃত আহম্মেদ আলীর ছেলে মোঃ আকরাম, তোতার ছেলে মোঃ আমিনুর ইসলাম, মৃত কাশেমের ছেলে মোঃ বুধা, উপজেলা গুড়নই গ্ৰামের হামিদুল ইসলামের ছেলে মোঃ রকি, মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ আঃ মতিন, আঃ মতিনের স্ত্রী মোছাঃ রোকেয়া বিবি, উপজেলা বিশা ইউনিয়নের দর্শন গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ বেলাল।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার হওয়া ওই নয়জনকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।