আজ পবিত্র রমজান মাসের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ভারতের ১০৯,নম্বার, ব্যাটেলিয়ন এর কমান্ডার শ্রী ভারত ভূষণ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালন করা বাংলাদেশের কমান্ডার জনাব মোকসদুর রহমানের মধ্যে হিলি সীমান্ত এলাকায় মিস্টি বিনিময় করেন। এই সময় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সাথে দুই দেশের মধ্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে মিস্টি বিনিময় করেন দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব থাকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার জনাব মোকসদুর রহমান। তিনি পবিত্র রমজান মাসের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় এবং মিস্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সাথে সাথে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান কমান্ডার ভারত ভূষণ ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন গোলাপ ফুলের মালা দিয়ে এবং মিস্টির প্যাকেট দিয়ে। এই দৃশ্য দেখা যায় ভারতের প্রেট্রোপল সীমান্ত এলাকায়।।