পাইকগাছার কপিলমুনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষেধান্যচত্বরে চন্দন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,কপিলমুনি পুলিশিং ফোরামের সভাপতি সাধন কুমার ভদ্র। বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক রাজু ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ হ্যান্ডলিং শ্রমিক নেতৃবৃন্দ।