খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার বটিয়াঘাটা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ও বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে জানতে পারে যে, টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে। তখন তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৮এপ্রিল (সোমবার) দুপুর পৌনে তিনটার সময় মামলার ঘটনাস্থল হতে আসামী ১। নবীর হোসেন (৩০), পিতা- মোঃ মোদাচ্ছের হোসেন, সাং-দারোগার ভিটা (আলী নগর), ২। মোঃ খোরশেদ আলম (২৯), পিতা- মোঃ বেল্লাল হোসেন, সাং-দারোগার ভিটা, উভয় থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে হাতে নাতে আটক করে জেলা ডিবি খুলনা।
এসময় গ্রেফতার আসামিদের হেফাজত হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১৭৩০/- (এক হাজার সাতশত ত্রিশ) টাকা উদ্ধার করে ডিবি। পরবর্তীতে এসআই বিষ্ণুপদ হালদার ১৮/০৪/২০২২ইং তারিখ বেলা ০৩.০৫ টার সময় উক্ত আলামত জব্দতালিকা মূলে জব্দ করে। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।যার নং- ১১, তারিখ- ১৮/০৪/২০২২ ইং। ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪।