পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, ডুমুরিয়া থানা এলাকার পূর্ব জিলেরডাঙ্গা গ্রামের-মোঃ হোসেন গাজীর পুত্র, মোঃ মাসুম গাজী(৩৫), এবং সোনাডাঙ্গা থানা এলাকার সোনার বাংলা গলির সিদ্দিকীয়া মহল্লার সিরাজ ব্যাপারীর পুত্র, মোঃ ইমন হোসেন হৃদয় (২২), কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা ও হরিণটানা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এসময় আটককৃত মাদক কারবারিদের নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে জব্দ তালিকা করা হয়েছে।