1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
জাতিসংঘের তত্ত্বাবধায়নে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আশ্বাস - দৈনিক মানবাধিকার সংবাদ
১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ| ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৭:০৬|

জাতিসংঘের তত্ত্বাবধায়নে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আশ্বাস

নিউজ ডেস্কঃ
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২,
  • 439 Time View

কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গা কমিউনিটির সাথে মতবিনিময় করেন। এসময় তিনি রোহিঙ্গা নাগরিকদের অধিকারসহ তাদের মানবাধিকারের প্রতি গুরুত্ব দিয়ে প্রত্যাবাসন স্বেচ্ছামূলক হতে হবে বলে জানান। জাতিসংঘের তত্বাবধানে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন হবে বলেও তিনি রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে জাতিসংঘ মিয়ানমারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার (১৬ই আগস্ট) সকালে মিশেল ব্যাচলেট কক্সবাজারের উখিয়ায় কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি ইমামদের সাথে আলাদা ভাবে মতবিনিময় করেন। এসময় হাইকমিশনার রোহিঙ্গাদের কাছে ক্যাম্পে শরনার্থী জীবন কেমন কাটছে, এখানকার আইনশৃংখলা পরিস্থতি, তাদের শিক্ষা গ্রহণ সম্পর্কে জানতে চান। এছাড়া হাইকমিশনার রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন সম্পর্কে জানতে চান।

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের সঙ্গে কথা বলেছেন এমন রোহিঙ্গা নারী নেত্রীরা জানান, তাদের ১০ জনের সাথে মিশেল ব্যাচেলেট কথা বলেছেন। তাদেরকে আশ্বাস দিয়েছেন প্রত্যাবাসন হবে জাতিসংঘের তত্ত্বাবধায়নে।

একইভাবে রোহিঙ্গা পুরুষ নেতারা জানান, তাদের ১৫ জনের সাথে কথা বলেছে মিশেল ব্যাচেলেট। তারা জানিয়েছেন, মিয়ানমারে এখনো প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হয়নি।
স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হলে তাদের নাগরিক অধিকার, হারানো ভিটেমাটি ফিরিয়ে দিলে এবং গণহত্যার বিচার করা হলে তারা অবশ্যই তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবেন। হাই কমিশনার মিশেল ব্যাচলেট রোহিঙ্গাদের জানান, রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসন হলে অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধায়নে হবে। মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাশনের পরিবেশ সৃষ্টির জন্য জাতিসংঘ মিয়ানমারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছেন। পরে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বৃক্ষ রোপণ কার্যক্রম এবং স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন তিনি।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, মঙ্গলবার সকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটসহ ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে পৌঁছেন।

সকাল সাড়ে নয়টার দিকে প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে শরনার্থীদের রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে মিশেল ব্যাচেলেট ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এছাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বৃক্ষ রোপণ কার্যক্রম এবং স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন। এরপর দুপুরে কক্সবাজার শহরে ফিরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ সরকারের শরনার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন। তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি।

প্রসঙ্গত চারদিনের সফরে রবিবার ঢাকায় এসে পৌঁছান ব্যাচেলেট, সেদিন রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ মন্ত্রীসভার সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। কক্সবাজার সফর শেষে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page