আজ (৯ জুন) ডিপজলকন্যা ওলিজা মনোয়ারের জন্মদিন। এ উপলক্ষে মেয়েকে দুই কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত অভিনেতা ডিপজল। এ ছাড়াও অন্যদের কাছ থেকেও দামি উপহার পেয়েছেন ওলিজা।
জানা গেছে, স্বামী অর্পণের কাছ থেকে ডায়মন্ডের রিং উপহার পেয়েছেন তিনি। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনরাও প্রচুর উপহার দিয়েছে তাকে। এত এত উপহার পেয়ে উচ্ছ্বসিত ওলিজা।
ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই পরিবারের সঙ্গে কেট কেটেছেন ডিপজলকন্যা। রাতে শ্বশুরবাড়িতেও কেক কাটবেন তিনি। মেয়ের বিশেষ দিনটি উপলক্ষে রাতে সবাইকে খাওয়াবেন ডিপজল। আগামী সপ্তাহে পুরো পরিবার মিলে কক্সবাজার ঘুরতে যাবেন তারা।
এদিকে বুধবার (৮ জুন) প্রথম পুত্রবধূকে ঘরে তুলেছেন ডিপজল। রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। আগামী শুক্রবার (১০ জুন) বসুন্ধরা কনভেনশন সেন্টার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।