খুলনার ডুমুরিয়ায় সদ্য অনুষ্ঠিত শরাফপুর ও ভান্ডারপাড়া ইউপি নির্বাচনে ভোট গননায় অনিয়মের অভিযোগে আদালতে নৌকা মার্কার দুই প্রার্থী মামলা করেছেন। ওইসব ব্যালট পেপার তলব করেছে আদালত।
এক আদেশে আগামী ১৮ তারিখের মধ্যে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে সকল ব্যালট পেপারসহ আনুসঙ্গিক সামগ্রী আদালতে প্রেরণ করতে বলা হয়েছে।
জানা যায়, গেল ১১ নভেম্বর ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জনপ্রতিনিধি নির্বাচন। এ নির্বাচনে শরাফপুর ইউনিয়নে ভোট গননায় ত্রুটির অভিযোগ এনে গত ২ জানুয়ারি খুলনার নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন নৌকার প্রার্থী এইচএআইএম উবাইদুল্লাহ, একইদিনে ভান্ডারপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী হিমাংশু বিশ্বাসও আর একটি মামলা করেন ওই অভিযোগ নিয়ে। এসব মামলায় প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীদেরকে বিবাদী করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান, ভোট পুনঃগননা চেয়ে আদালতে শরাফপুর ও ভান্ডারপাড়া ইউনিয়নের নৌকা মার্কার দুই প্রার্থী মামলা করেছেন। বিজ্ঞ আদালতে আগামী ১৮ তারিখের মধ্যে ব্যালট পেপার হাজির করতে বলা হয়েছে।