রাজশাহী জেলার তানোর উপজেলার (TBC) তানোর বাইকার্স ক্লাবের জমজমাট ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ইফতার মাহফিলে তানোর বাইকার্স ক্লাবের সদস্য ছাড়া অন্যান্য অভিবাসীরা অংশ নেন।
আজ বৃহস্পতিবার (২১ শে এপ্রিল) তানোর গোল্লাপাড়া বাজারে তানোর বাইকার্স ক্লাবের এ ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
তানোর বাইকার্স ক্লাবের সভাপতি ফাইসাল সরকার অমি জানান- ইফতার, তারাবি, সেহরি অতঃপর ঈদ আমাদের ধর্মীয় ঐতিহ্যের অংশ। এই ইফতার পার্টি একটি মিলন কেন্দ্র। যা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্য সৃষ্টি করে।