তালায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এ আদেশ জারী করেন। মেয়েটি খলিলনগর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ২০২২ সালের সদস্য ছিলো। এ সময় ক্লাবে তার প্রতি খরচকৃত অর্থ হতে ২ হাজার ৬শত টাকা আদায় করার জন্য উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ দিয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তাকে। এছাড়া তালা উপজেলার ১২ টি ইউনিয়নের ৩৬০ জন কিশোর-কিশোরী ক্লাবকে এ আদেশ এবং সিদ্ধান্তের বিষয়টি প্রচার করতে বলা হয়েছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, রবিবার রাতে খলিলনগর গ্রামের এক কিশোরীর (১৩) সাথে গঙ্গারামপুর গ্রামের অপ্রাপ্ত বয়স্ক কিশোরের (২০) বাল্যবিবাহের খবর পান তারা। এ খবর পেয়ে কিশোর-কিশোরী ক্লাবের খলিলনগর ইউনিয়নের জেন্ডার প্রমোটার সানিউর রহমান, নগরঘাটা ইউনিয়নের আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্ন,বাংলাদেশের প্রোগাম অফিসার রনজিত দাশ সেখানে হাজির হন। উক্ত খবর পেয়ে অপ্রাপ্ত বয়স্ক ঐ কিশোর বিয়ে বাড়িতে না এসে সটকে পড়ে। এ সময় তাদেরকে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসতে বলা হয়। এ সময় বাল্যবিবাহে নিষেধাজ্ঞার পাশাপাশি ঐ কিশোরীকে তার পিতা-মাতার হেফাজতে দিয়ে পড়াশোনা চালিয়ে নেয়ার আদেশ দেওয়া হয় এবং মুচেলকা গ্রহণ করা হয়।