“কৃষিই সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় কৃষি আবহওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালা শিল্পকলা একাডেমিতে কৃষকদের নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস সভাপতিত্বে রোভিং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পাপড়ী, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর, কৃষিবিদ আফরোজা খানম প্রমুখ।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আবু জাফর পরিচালনায় রোভিং সেমিনার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা বেগম। এসময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনারে অংশগ্রহন করেন।