সাতক্ষীরা তালায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন তালা উপজেলার মাগুরা গ্রামের মৃত শেখ শাফিয়ার রহমান ছেলে শেখ হাফিজুর রহমান (৪৮)।তালা থানার এসআই সৈকত মল্লিক সংগীয় ফোর্স সহ মাগুরা ইউনিয়নের চরগ্রামস্থ শ্যামা পুকুরঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৫০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান মাদক ব্যবসায়ীকে আটক করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হাফিজুর রহমানের বিরুদ্ধে তালা থানায় মামলা নং-১৮ তারিখঃ২৬/০৭/২২ খ্রিঃ,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১০ (ক)/৪০ রুজু করিয়া বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।