সাতক্ষীরা তালায় ১০ পিচ ইয়াবাসহ আলিম গাজী (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে তালা থানা পুলিশ।
বুধবার রাতে তালার মাগুরা-পাটকেলঘাটা সড়কের বলরামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে উপজেলার পাটকেলঘাটা থানার ওভারব্রীজ এলাকার আব্দুর রশিদ গাজীর ছেলে।
তালা থানা সুত্রে জানাযায়, বুধবার রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা-পাটকেলঘাটা সড়কের বলরামপুর বাজার এলাকায় আব্দুল আলিম গাজী ও সহযোগীর সাইফুল ইসলাম মাদক বিক্রয়ের উদ্দ্যেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবাসহ আব্দুল আলিম গাজী আটক করে। এসময় তার সহযোগী সাইফুল ইসলাম পালিয়ে যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ও সহযোগীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।