মনোয়ার ইমাম-কলকাতাঃ
আজ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা এয়ারপোর্ট গামী বিদেশী জাহাজ নামার পর ভারতের জাতীয় সুরক্ষা বলয়ের সি আই এস এফের অফিসাররা নাকা চেকিং করার সময় তিন টি সুটকেস থেকে প্রায় ১৬,কেজি, ওজনের প্রায় ১১৬,কোটি, টাকার হিরোইন উদ্ধার করে। সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ দুই পুরুষ কে এরা সকলেই ভিনদেশী। তবে এদের জেরা করে জানতে চাইছে যে এদের সাথে কারা কারা হিরোইন কারবারের সাথে যুক্ত। এবং এই হিরোইন কোথায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল । এদের সাথে কোন আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী যোগাযোগ আছে কি না জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।।