দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজা ও একাধিক চুরি মামলার আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০১/০৭/২০২২ তারিখ, এসআই(নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই (নিঃ) শরিফুল ইসলাম ও এএসআই(নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামস্থ সাতক্ষীরা টু শ্যামনগরগামী মহাসড়ক সংলগ্ন চারাবটতলার জনৈক আবু তালেবের চায়ের দোকানের পাশ থেকে ১৫ (পনের) বোতল ফেনন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১. ওলিউল্লাহ সরদার @ সাদ্দাম @ ওলি(২৯), পিতা- মৃত আব্দুল বারী সরদার, গ্রাম- নারিকেলি, উপজেলা- দেবহাটা, জেল- সাতক্ষীরা, ২. সাকিব হোসেন (২০), পিতা- আনারুল ইসলাম, গ্রাম- মাঝ সখিপুর, উপজেলা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। একই তারিখ পৃথক-পৃথক অভিযানে পারুলিয়া ইউনিয়নের অর্ন্তগত উত্তর পারুলিয়া (সন্নাসখোলা) গ্রামস্থ সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী মহাসড়ক সংলগ্ন সন্নাসখোলা পূজামন্দিরের সামনে থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আসামী ৩। জামির হোসেন গাজী (২৪), পিতা- জাকির হোসেন গাজী, গ্রাম- ইটাগাছা, (৭ নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা) উপজেলা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়। একই তারিখ সিআর ৯৬০/২১ এর আসামী ৪। এস.এম আফতাবুজ্জামান, পিতা- এস.এম শফিকুল, সাং-মাঝ সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে আসামীদেরকে ইং- ০২/০৭/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।,