দ্বিতীয় বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। তার নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টুটুল ও দ্বিতীয় স্ত্রীর একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন সংগীত পরিচালক তানভীর তারেক।
তানভীর তার পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন নববিবাহিত যুগলকে। শুভ কামনা রইল। এস আই টুটুল-শারমিন সিরাজ সোনিয়া দম্পতির প্রতি ভালোবাসা। ভালো থাকো তোমরা। সুখে কাটুক একটা জীবন।’
অনুরোধ জানিয়ে তানভীর এও লিখেছেন, ‘প্লিজ ইনবক্সে কেউ আমাকে প্রশ্ন করবেন না। দুজন ম্যাচিউরড মানুষ বিয়ে করেছে। দুজনই আমার পরিচিত। দুজন ফোনে জানালো। সামাজিকভাবে অভিনন্দন জানালাম। শুভেচ্ছা দিলাম। বাকি বিস্তারিত অথেনটিক গণমাধ্যমে পেয়ে যাবেন।’
শিল্পী এস আই টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চলতি বছরই তিনি শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে সংসার পেতেছেন। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে।
তাহলে টুটুলের প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া? তার কী হলো? তিনি এখন সাবেক হয়ে গেছেন বলে খবর। অর্থাৎ, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এস আই টুটুল ও তানিয়ার। তবে কবে কীভাবে কী ঘটল, সে সব বিস্তারিত কিছু জানা যায়নি।
১৯৯৯ সালের ১৯ জুলাই একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন এস আই টুটুল ও তানিয়া। সাবেক এই তারকা দম্পতির দুই সন্তান শ্রেয়াশ আহমেদ ও আরশ আহমেদ। দীর্ঘ ২২ বছর সংসার করার পর অবশেষে সবকিছু তছনস।
ডিভোর্স ও বিয়ে প্রসঙ্গে এস আই টুটুল ঢাকা টাইমসকে বলেন, ‘আমি আর তানিয়া সেপারেট ছিলাম পাঁচ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর কনসার্টসহ নানা কাজে নিউইয়র্কে যাতায়াত ছিল। সেখানে আরটিভির ‘বাংলা গায়েন’ থেকে সোনিয়ার সঙ্গে পরিচয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।’