সাতক্ষীরার তালায় পরকীয়ায় স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোঁধ করে হত্যার ঘটনায় স্ত্রী রেহেনা ও প্রেমিক রাব্বিসহ জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
রবিবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশ মাইল নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নগরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম মোড়ল’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নগরঘাটা ইউনিয়নের ইউপি সদস্য ফারুক হোসেন, অটো রাইস মিল মালিক আবুল কালাম আজাদ, নিহতের ভাইজি বৃষ্টি আক্তার, নিহতের বোন খাদিজা সুলতানা প্রমুখ।
এসময় বক্তরা গোলাম মোড়লের হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরাকীয়া প্রেমিক রাব্বিসহ জড়িতদের ফাঁসির দাবী করে বলেন,খুনীদের ফাঁসী না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এসময় মানববন্ধনে আগতরা“এক দফা এক দাবী গোলামের হত্যাকারীদের ফাঁসির দাবী” শ্লোগান দিতে থাকেন। গোলাম মোড়লের হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবার ও এলাকাবাসীসহ সর্বস্থরের মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ১ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পরকীয়া প্রেমের জেরে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক মিলে স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোঁধ করে হত্যা করে।ঘটনার দিনই নিহতের স্ত্রী রেহেনা খাতুন, প্রেমিক গোলাম রাব্বিকে আটক পুলিশ।