আগামী ১০ই, জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশ্চিম বাংলার কলকাতা সহ বিভিন্ন জেলায় জাকিঁয়ে বসেছে গবাদি পশু ও মেষ ভেড়া এবং বকরির হাট। এবার ভারতের কিছু কিছু যায়গায় গবাদি পশু কোরবানি চলে।
কিন্তু বহু যায়গায় গবাদি পশু কোরবানি নিষিদ্ধ ঘোষণা করা আছে। ভারতের শুধুমাত্র কেরালা রাজ্য ও পশ্চিম বাংলা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে গবাদি পশু কোরবানি চলে। বাদবাকি সব যায়গায় মেষ ভেড়া এবং বকরি ও দুম্বা কোরবানি হয়। এবার ঈদুল আজহা উপলক্ষে পশ্চিম বাংলার কলকাতার খিদিরপুর ও গাডেনরীচ এবং কসবা থানার বিভিন্ন যায়গায় গবাদি পশুর হাট বসেছে। এছাড়াও বিভিন্ন যায়গায় গবাদি পশু ও মেষের হাট জাকিঁয়ে বসেছে। পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোড়েরহাট, ঢোলার হাট এবং মগরাহাট পশ্চিমের উস্হির হাটের কাছে সরদার পাড়ার এবং বৈদ্য পাড়ার গবাদি পশু র হাট রিতিমত জমজমাট। এখানে কেত্রা ও বিক্রেতা দরদাম করে পছন্দের গবাদি পশু ও মেষ ভেড়া এবং বকরি কেনা বেচা করছে। এবার ঈদুল আজহা উপলক্ষে পশ্চিম বাংলার সরকার পশুর বয়স ঠিক করতে পঞ্চায়েত ও পৌরসভা থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আগামী ১০ই, জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। এবং পবিত্র ঈদুল আজহা শান্তি তে করার জন্য আবেদন করেছেন।।