পাইকগাছা (খুলনা)- খুলনা-৬ সংসদ সস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি বিজয়ের মাসে এটাই হক আমাদের দৃঢ় অঙ্গীকার। শনিবার খুলনার পাইকগাছায় আওয়ামীলীগের উদ্যোগে সংসদ সদস্যের আয়োজনে বর্ণাঢ্য বিজয় মিছিল ও পথ সভা অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন । শনিবার বিকেল পৌনে ৫ টায় মিছিল শেষে ধান্য চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। শেখ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, আ,লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস,শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,ও আব্দুর রাজ্জাক রাজু।