আজ বুধবার ২০ জুলাই সকাল ১০টার দিকে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের লালিপাড়া গ্রামে সেতুর নিচে কচুরিপানার মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার ১৭ জুলাই সন্ধ্যায় তাকে পাশের লালিপাড়া গ্রামের পূর্ব পরিচিত হৃদয় হোসেন (৩০) ও অনিক হোসেন (২৮) নামের দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিহত রাজা প্রামাণিক উপজেলার শ্রীধরকোড়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে। ওই দুই যুবক অনেকটা জোর করে তাকে একটি সিএজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে চলে যান বলে তার স্ত্রী ও ছেলে জানান। এরপর থেকে রাজা প্রামাণিকের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর ২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সাঁথিয়া থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক আসিফ মোহাম্মদ সিদ্দুকুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে এ ঘটনাটি হত্যাকা- নাকি অন্য কিছু তা বোঝা যাবে।’