বগুড়ার সোনাতলায় বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারার মান্নানের একান্ত প্রচেষ্টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
১২’ই জানুয়ারি বুধবার সকালে উপজেলার মধুপুর, জোড়গাছা ও দিগদাড় এ ইউনিয়নের ইজিবাইক, অটোভ্যান ও সিএনজি চালকদের মাঝে এক হাজার কম্বল বিতরন করেন তিনি। এ উপলক্ষে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপারা এনায়েত আলি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরন পুর্বক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, জোড়গাছা ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলাম টিপু, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাফুজার রহমান শিপলু, দিগদাড় ইউপি চেয়ারম্যান প্রার্থী আলি তৈয়ব শামীম প্রমুখ। মধুপুর ইউপি ছেয়ারম্যান অষিম কুমার জৈন নতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ এলাকার সুধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।