বগুড়ার সোনাতলায় সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে কর্তনকৃত গাছ উদ্ধার করে জব্দ রাখা হয়েছে।
জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত সাইফুদ্দিন প্রামানিক এর ছেলে মোঃ সামছুল হক প্রামানিক সরকারি রাস্তার কয়েকটি গাছ ব্যবসায়ীর নিকট বিক্রি করে। সেইমতে রোববার ব্যাবসায়ী ক্রয়কৃত গাছগুলো কাটতে শুরু করে। এদিকে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে গিয়ে আইনগতভাবে সরকারি রাস্তার গাছ কর্তন করায় উক্ত কাজে বাধা প্রদান করে তা জব্দ করে।
এবিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ রাশেদ ইমরান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে মাপযোগ করে দেখাযায় গাছগুলো সরকারি সিমানার ভিতরে। তাই কর্তনকৃত গাছগুলো উদ্ধার করে জব্দ রাখা হয়েছে। সেইসাথে পরবর্তিতে উপজেলা পরিষদ থেকে সরকারি নিয়ম অনুযায়ি গাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকায় থানার এসআই আনিছুর রহমানের সাথে কথা বললে তিনিও উল্ল্যেখিত বিষয়টি নিশ্চিত করেন।