বগুড়ার সোনাতলায় চোরাই গরুসহ আব্দুল হান্নান (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত চোর আব্দুল হান্নান গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের কইঢক গ্রামের মৃত শামছুল হকের ছেলে ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানাযায়, গত ৭’ই জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিগদার ইউনিয়নের মৃত আব্দুল আউয়াল বাদশার ছেলে রাশেদ মাহবুব রানার গোয়ালঘর থেকে ৮৫ হাজার টাকা মুল্যের একটি বিদেশি গাভি হারিয়ে যায়্ এঘটনায় গরুর মালিক রাশেদ মাহবুব রানা বাদি হয়ে পরেরদিন ৮’ই জানুয়ারি শনিবার থানায় অজ্ঞাতনামা মুলে একটি অভিযোগ দায়ের করে। এরপর ৯’ই জানুয়ারি রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে এসআই হাফিজুর রহমান-১ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দিগদাড় ইউনিয়নের কলসদহ পারা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক এর বাড়িতে অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধারসহ আব্দুল হান্নানকে আটক করে। আব্দুল হান্নান ঐ বারিতে দির্ঘদিন যাবত ভারায় থাকতো। উদ্ধারকৃত গরুটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং আটককৃত চোরকে দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা সুত্রে জানাযায়।