বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কে নিয়ে রচিত একটি বিশেষ গানে কন্ঠ দিয়েছেন সাতক্ষীরার সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ কন্ঠ শিল্পী কুমার ইন্দ্রজিৎ। গতকাল দুপুর ১২ টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে গানটির রেকর্ড করা হয়। ৮ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে গানটি প্রচার করা হবে। খুলনা বেতারের স্বনামধন্য গীতিকার বীরমুক্তি যোদ্ধা মোখলেসুর রহমান বাবলু গানটি লিখেছেন। সুর করেছেন বেতারের গুনী সঙ্গীত প্রযোযক শেখ আব্দুস সালাম। এ বিষয়ে গানটির গীতিকার মোখলেসুর রহমান বাবলু বলেন, বেতারের স্টুডিওতে একদিন ইন্দ্রজিতের গান রেকর্ড করতে দেখে আমার খুব ভালো লেগেছিলো। ঐ দিনই তাকে দিয়ে আমার একটা গান করানোর ইচ্ছে ছিলো। বেতার কর্তৃপক্ষ সে সুযোগ করে দেওয়ায় আমার ইচ্ছে টা পূরণ হলো। সুরকার শেখ আব্দুস সালাম বলেন, ইন্দ্রজিত রেকর্ডিং এ কখনো আমাদের পেইন দেয় না। যে কোন ধরণের গান ও সাবলীল ভাবে গাইতে পারে বলেই এ গানটিতে আমরা তাকেই সিলেক্ট করেছি তিনি আরও বলেন, গানটির রেকর্ডিং আমার মনের মতো হয়েছে। আমাদের মিউজিশিয়ানরা খুব ভালো বাজিয়েছে।