মঙ্গলবার (১২ জুলাই) ভারতের গণমাধ্যমে বলা হয়, গত ১০ জুলাই আলিপুরদুয়ারের দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে ২৫ বছর বয়সে তার মৃত্যু হয়।
২০০৮ সালে সুন্দরবনের মাতলা নদী পার হওয়ার সময় পিছনের বাঁ দিকের পা খুবলে খেয়েছিল একটি কুমির। সেই সময় প্রায় মরণাপন্ন অবস্থায় রাজাকে জলদাপাড়া বন বিভাগের দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়। গত কয়েক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন জীবন ফিরে পায় সুন্দরবনের এই পুরুষ বাঘটি।
বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণেই রাজার মৃত্যু হয়েছে।
বাঘ সাধারণত গড়ে ২০ বছর বাঁচে। সে দিক দিয়ে রাজাই বিশ্বের সব চেয়ে বয়স্ক বাঘ বলে বনকর্মীরা দাবি করেন বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়।