পঞ্চগড়ের বোদা হাইওয়ে পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পরিবহন নেতৃবৃন্দের সমন্বয়ে র্যালি ও পথসভা, দিনব্যাপি সচেতনতা মূলক মাইকিং, Hello HP অ্যাপস ডাউনলোড, একাউন্ট খোলা নিয়ে কর্মসূচি, ট্রাফিক আইন মান্যকারী চালকদের ফুলেল শুভেচছা বিনিময় এবং লিফলেট বিতরণের মাধ্যমে পালন করা হয়। এসময় বোদা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, এস আই আশরাফুল, এ এস আই সাইফুল ইসলাম, এ এস আই কমলা কান্ত, নায়েক নাহিদ সহ অফিসার, পুলিশ ফোর্সবৃন্দ এবং মোটর পরিবহন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ওসি শরিফুল ইসলাম বলেন, আপনারা আইন মেনে চালাবেন, সতর্কভাবে রাস্তা পারাপার হবেন, দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও মেহেদী হাসান সহ গণমাধ্যম কর্মী বৃন্দ।