আজ ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিধান সভা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন মহারাষ্ট্রের শিবসেনা দলের যুবরাজ ও সাবেক মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি সদ্য শিবসেনা দল ভেঙে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার চালনা করতে যাওয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে একনায়কতন্ত্র ও অগণতান্ত্রিক সরকার আক্ষরিক করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এবং মহারাষ্ট্রের বর্তমান আইন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী ও শিবসেনা দলের নেতা ও শিবসেনার যুবরাজ আদিত্য ঠাকুরে। তিনি আরো বলেন যে প্রকৃত শিবসেনা দলের মনোবল ভেঙে দেবার খেলায় অংশগ্রহণ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তার সেই প্রচেষ্টা কে বানচাল করার ডাক দিয়ে শিবসেনা নেতা ও কর্মীদের ময়দানে থাকার জন্য আহ্বান জানান। এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন কালে প্রকৃত শিবসেনা দলের নেতা ও বিধায়করা অংশ নেন। আগামী দিনে একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করার হুশিয়ারি দেন যুব শিবসেনা দলের প্রধান আদিত্য ঠাকুরে। এবং মহারাষ্ট্রের প্রতিটি জেলা ও ব্লকে গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন আদিত্য ঠাকুরে।।