চার মৎস্যজীবীর দল গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা ব্লকের সুন্দর বন কোস্টাল থানার অন্তর্গত ঝিলার জঙ্গলে। যখন তারা নৌকা নিয়ে জাল পেতে মাছ ধরছিল, তখন পিছন থেকে আচমকা একটি বড়মাপের সুন্দর বনের বাঘ ঝাপিয়ে পড়ে ঐ নৌকার উপর। সাথে সাথে সন্ন্যাসী মন্ডল নামে এক মৎস্যজীবীকে টানতে টানতে নিয়ে যেতে থাকে গভীর সুন্দর বনের মধ্যে। তখন তার তিন সাথী মৎস্যজীবী বাঘের পিছনে ধাওয়া করে এবং লাঠি ও নৌকার হাল নিয়ে বাঘকে আক্রমণ করে। অযথা বাঘ সন্ন্যাসী মন্ডল কে ছেড়ে দিয়ে পালিয়ে ঢুকে পড়ে গভীর জঙ্গলের ভেতরে। রক্তাক্ত সন্ন্যাসী মন্ডল কে মাছ ধরার নৌকা করে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। তবে বাঘের আক্রমণে তার প্রচুর পরিমাণে রক্ত ক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। তবে এর আগে গত মাসে এক কাকড়া ধরার জেলে কে তুলে নিয়ে যায় ঝিলার জঙ্গল থেকে একটি বাঘ। ঠিক তার একমাস কাটতে না কাটতে আবার বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। ঝিলার জঙ্গলে মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা খবর নিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন টাইগার রিজার্ভ এর অধিকর্তা শ্রী তাপস মন্ডল। মৃত সন্ন্যাসী মন্ডলের মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।।