সাতক্ষীরা পাটকেলঘাটা কাপাসডাঙ্গা গ্রামে পুশকৃত চিংড়ি আটক করে অদ্য ইং-০৯/০৩/২০২২ তারিখ বিকাল অনুমান ১৪.২৫ ঘটিকার সময়।
পাটকেলঘাটা থানাধীন কাপাসডাঙ্গা গ্রামস্থ বিশ্বজিৎ মন্ডল, পিতা-শিবপদ মন্ডল, সাং-কাপাসডাঙ্গা, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা এর বাড়ীতে কতিপয় অসাধু ব্যক্তি বিদেশে রপ্তানির উদ্দেশ্যে সংগৃহীত চিংড়ি মাছে জেলি পুশ করার সময় পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হইলে অজ্ঞাতনামা অসাধু ব্যক্তিগন পুশকৃত অনুমান ১০০ কেজি চিংড়ি মাছ ফেলে পলাতক হয়।
পরবর্তীতে তালা উপজেলা মৎস্য কর্মকর্তা ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস মহোদয় ঘটনাস্থলে উপস্থিতিতে হয়ে উক্ত পুশকৃত চিংড়ি মাছ বিনষ্ট পুর্বক মাটিতে পুতে ফেলেন। তিনি আরো জানান অপরাধীদের সনাক্ত পুর্বক আইন আমলে আনার প্রচেষ্টা অব্যাহত আছে।
ধন্যবাদ নির্বাহী অফফিসারকে।